ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেনিনসুলার মাটন হালিম ১৪০০ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
পেনিনসুলার মাটন হালিম ১৪০০ টাকা ...

চট্টগ্রাম: নগরের জিইসির তারকা হোটেল পেনিনসুলা চিটাগাং এবার প্রতি কেজি মাটন হালিম বিক্রি করছে ১ হাজার ৪০০ টাকা। চিকেন হালিম ৯৫০ টাকা।

হোল তান্দুরি চিকেন ১ হাজার টাকা।  

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১টা থেকেই হোটেলের নিচতলায় টেক অ্যাওয়ে ইফতারের পসরা সাজানো হয়।

রকমারি ইফতার কিনতে ভিড় করেন বিত্তবানরা।  

ইফতারের বাহারি পদে আরও ছিল পটেটো মজোরেলা স্টিক, মেক্সিকান চিনে অ্যানজেল পিজ্জা, টেংরি কাবাব, শ্রীলংকান চিকেন রোল, ভেজিটেবল কাঠি রোল, বিফ শামি কাবাব, স্পেনিস ফ্রাইড প্রন, বিফ কোপ্তা কাবাব, বিফ তেহেরি, জিলাবি, বাসবুসা, ডেট পুডিং, মাহালাবিয়া ইত্যাদি।  

এখানে টেক অ্যাওয়ে ইফতার বক্স আছে ১ হাজার ১০০ টাকা। এ ছাড়া করপোরেট ইফতার বক্স আছে ৩ হাজার ৫০০ টাকার। সেইন্টস ক্যাফেতে সেহেরির তিনটি ম্যানু আছে ১ হাজার ২০০ টাকা, ৯৯০ টাকা, ৮৮০ টাকা। ব্যাংকুইট ইফতার প্লেটারের মধ্যে রয়েছে শুধু ইফতার ১ হাজার ২০০ টাকা, ইফতার ও ডিনার ২ হাজার ৬০০ টাকা এবং ৩ হাজার ২০০ টাকা।  

পেনিনসুলার ইফতার প্লেটারের মধ্যে রয়েছে ৯০০ টাকা, ১ হাজার ৩০০ টাকা, ১ হাজার ৬০০ টাকা ও ১ হাজার ৯০০ টাকা। ব্যুফে ইফতার ও ডিনারে জনপ্রতি খরচ ৩ হাজার ৯০০ টাকা। এক্ষেত্রে বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফার রয়েছে।  বিস্তারিত ফোনে (017 5555 4551) জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।