ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাই, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাই, গ্রেফতার ৩ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিআরবি শিরীষতলার প্রবেশমুখ থেকে এক শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন গণি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

তারা হলেন, মো.আলতাফ হোসেন (২৪), মো. মিসবাহ (২০) ও মো. কামাল হোসেন চৌকিদার (৩৫)।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, গত ১০ মার্চ শিক্ষার্থী রায়হান উদ্দিনের দাখিল এবং আলিম সনদ সংশোধনের কপি ঢাকা থেকে সংগ্রহ করে ভোর ৪টার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।


রায়হান রেলওয়ে স্টেশন থেকে হেঁটে নগরের ডবলমুরিং থানার বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করেন। ভোর সাড়ে পাচঁটার দিকে নগরের কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলার প্রবেশমুখে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ২-৩ জন রায়হানের গতিরোধ করে। একজন রায়হানকে ধরে রেখে ও অপর একজন প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল এবংপকেটে থাকা নগদ ৩৫০ টাকা ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়।  

তিনি বলেন, মামলার তদন্তভার গ্রহণ করে মঙ্গলবার ভোর ৬টার দিকে ফোর্সদের সহায়তায় নগরের পুরাতন রেলওয়ে স্টেশনের গণি হোটেলের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে রায়হানের মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।