চট্টগ্রাম: অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প প্রতিরক্ষা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমকে সিপিডিএল সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। দীর্ঘকাল ধরে হস্তান্তরিত প্রকল্পসমূহে এই ধরনের জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজন করে আসছে দেশের প্রথিতযশা এই নির্মাণ প্রতিষ্ঠানটি।
২০১৭ সাল থেকে অদ্যাবধি সিপিডিএল মোট ৩৬টি প্রশিক্ষণের আয়োজন করে। সংশ্লিষ্ট প্রকল্পে সকলকে নিয়ে আয়োজিত এই কর্মশালা অধিকতর কার্যকরী করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় নগরের জামালখানে অবস্থিত সিপিডিএল জে এম লেভান্তে প্রকল্পে গত ৯ মার্চ আয়োজন করা হয় এরকম আরও একটি কর্মশালা। প্রকল্পটির অধিবাসী ও সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এসি/টিসি