ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেশি দামে গরুর মাংস বিক্রি, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
বেশি দামে গরুর মাংস বিক্রি, গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার(১৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের রিয়াজউদ্দিন বাজারের কাঁচাবাজার, মাংসের দোকান, বিভিন্ন ফল ও খেজুরের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, এ সময় মুল্যতালিকা না থাকা, নির্ধারিত মূল্যের অধিক মুল্যে পণ্য বিক্রি এবং ক্রয় বিক্রির রশিদ সংরক্ষণ না করার দায়ে দুইজন ফল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা, একজন খেজুর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং তিনজন গরুর মাংসের ব্যবসায়ীকে ৬ হাজার জরিমানা প্রদান করেন।  

অভিযানে সহযোগিতা করেন কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।