ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জাতীয় গণসংগীত উৎসব শুরু ২৬ এপ্রিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
চট্টগ্রামে জাতীয় গণসংগীত উৎসব শুরু ২৬ এপ্রিল 

চট্টগ্রাম: চট্টগ্রামে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসংগীত উৎসব আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে।

 

এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান।

সভায় উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, স্বাধীনতার এত বছর পরও মৌলবাদী শক্তি ফণা তুলছে। মৌলবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের মূল অস্ত্র হোক গণসংগীত। গণসংগীতের মাধ্যমে মানুষকে জাগ্রত করতে হবে। এজন্য জাতীয় উৎসবকে চট্টগ্রামে নিয়ে আসা। তিন দিনের এই উৎসব সবার অংশগ্রহণে সফল হোক।

সভায় আরও বক্তব্য দেন, উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম,  সমন্বয়কারী মানজার চোধুরী সুইট, যুগ্ম সমন্বয়ক শ্রেয়সী রায়, গণসংগীত সমন্বয় পরিষদের সহ সভাপতি ফকির সিরাজ ও সাংগঠনিক সম্পাদক আবু ফারাহ পলাশ, সহ সাধারণ সম্পাদক আরিফ রহমান, অর্থ সম্পাদক অলক দাশগুপ্ত,  প্রচার সম্পাদক তারেক আলী মিলন ও অনুষ্ঠান সম্পাদক আবিদা রহমান সেতু।  

চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা উৎসব নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।  

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, উদীচী চট্টগ্রামের সভাপতি সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, গণায়নের ম. সাইফুল আলম, উদীচীর সহ সভাপতি সুনীল ধর, অনন্য থিয়েটারের সুচরিত চৌধুরী, বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী, নজরুল সংগীত শিল্পী সংস্থার দীপেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।