ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফ্রিজিয়া ফুডকে দেড় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
ফ্রিজিয়া ফুডকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: চর চাক্তাই এলাকার ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিস্কুট তৈরির দায়ে এ জরিমানা করা হয়।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান।

তিনি জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তরমুজ বিক্রির প্রতিষ্ঠান তদারকি করা হয়।

তদারকিকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা, ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।