ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে পুড়লো ২ গরু, ১৭টি দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
বোয়ালখালীতে আগুনে পুড়লো ২ গরু, ১৭টি দগ্ধ ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু পুড়ে মারা গেছে এবং ১৭টি দগ্ধ হয়েছে।  

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা হাজী আবু তাহের জানান, রাতে ৬টি কাঁচা ও টিনের গোয়ালঘরে আগুন লাগে।

এ সময় গোয়ালঘরে থাকা মো. কামালের ৩টি, জাহিদুল হকের ৩টি, ওবাইদুল হকের ৫টি, আবদুর ছবুরের ৩টি, আবদুল মোনাফের ৩টি, রাশেদের স্ত্রী তাহেরা আক্তারের ২টি গরু দগ্ধ হয়। এর মধ্যে জায়েদুল হকের ৫ মাসের গর্ভবতী ১টি গাভী ও আবদুর ছবুরের ১টি গরু মারা গেছে।

 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, দগ্ধ গরুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ একটি গর্ভবতী গাভীর বাচ্চা বেরিয়ে এসেছিল। সেটিকে অপারেশনের মাধ্যমে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে। আগুনে প্রায় সবগুলো গরুর শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউপি সদস্য মো. জসিম উদ্দীন বলেন, গোয়ালঘরে আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।