ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিইউজে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
সিইউজে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র উদ্যোগে সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২১ মার্চ) নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সিইউজে নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দীন বাচ্চু, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বিএফইউজে  মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি শহীদ উল আলম, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার উদত ঝা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, মোস্তাক আহমদ, রিয়াজ হায়দার চৌধুরী, নাজিম উদ্দিন শ্যামল, মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, আসিফ সিরাজ, নির্মল চন্দ্র দাশ, বিএফইউজের সাবেক সহ সভাপতি ওমর কায়সার,  বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও নির্বাহী সদস্য আজহার মাহমুদ। সিইউজে’র নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি অনিন্দ্য টিটো, অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক পূর্বকোণ ইউনিট প্রধান মিহরাজ উদ্দিন রায়হান, ডেপুটি প্রধান নাজিম উদ্দিন, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, ডেপুটি প্রধান ওয়াসিম আহমেদ, প্রতিনিধি ইউনিটের প্রধান সোহেল সরওয়ার, ডেপুটি প্রধান ওমর ফারুক ও টিভি ইউনিটের ডেপুটি প্রধান দীপংকর বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।