চট্টগ্রাম: বাদশা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৩ মার্চ) সকাল ১০টায় দেওয়ানহাট পোর্টসিটি কমপ্লেক্সে বাদশা-নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রশিদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫০০ জন মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ রাশেদ আলী, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস কাজেমী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইব্রাহিম, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মহসিন, সহ-সভাপতি হুমায়ুন কবির রোকন, সহ-সভাপতি কাজী আনোয়ার মাস্টার, যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ ইব্রাহিম, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর পরিচালক হাসান ফয়সাল রিয়াদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন উর রশীদ, আবদুল মালেক সওদাগর, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজুর রহমান দুলাল, মোহাম্মদ সেলিম, জাহেদ হোসেন রণি, ওসমান ফারুক বিবলু, মোহাম্মদ গিয়াস উদ্দিন, রকিবুল ইসলাম অপু, শিমুল মহসীন, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ শাহাদাত আলম পারভেজ, মেহের হোসেন ঈমন, মোহাম্মদ মুরাদ, আবদুল আহাদ ইরফান, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রুবেল, শ্রমিক লীগ ২৩ নম্বর ওয়ার্ড এর সভাপতি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক লিও রাশেল, রাজিব দাশ প্রমুখ।
প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন বলেন, জনকল্যাণে কাজ করা রাজনীতিবিদদের মূল কাজ। মানুষ মানুষের জন্য। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ও সরকারিভাবে ইফতার মাহফিল না করে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণের পরামর্শ দিয়েছেন। মহানগর আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। একে অপরের দুঃখে-কষ্টে সহযোগিতা করা আমাদের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসি/টিসি