ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পূর্বাঞ্চলে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
পূর্বাঞ্চলে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ...

চট্টগ্রাম: প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রোববার (২৪ মার্চ) দুপুর ২টা থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন করা হয়েছে।

দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হয়। আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ৭ হাজার ৭১৫টি।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল ঈদ ধরে টিকিট বিক্রি করা হচ্ছে। রোববার (২৪ মার্চ) দেওয়া হচ্ছে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। ৪ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।