ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবিতে বর্ষবিদায় ও বরণের প্রস্তুতি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
সিআরবিতে বর্ষবিদায় ও বরণের প্রস্তুতি  ফাইল ছবি

চট্টগ্রাম: সিআরবির শিরীষতলায় প্রতিবছরের মতো এবারও আগামী ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ষবিদায়ের অনুষ্ঠান এবং ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠান হবে।  

নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ষোড়শতম বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের মতবিনিময সভায় বিষয়টি উঠে আসে।

রোববার (২৪ মার্চ) পরিষদের সহ-সভাপতি ডা. চন্দন দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী ফারুক তাহের।

নববর্ষ উদযাপন পরিষদের অনুষ্ঠান সম্পাদক শিল্পী শীলা দাশগুপ্তার সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের সহ-সভাপতি হাসান মারুফ রুমী ও শামীম আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন সঙ্গীত ভবন, ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, সুন্দরম শিল্পী গোষ্ঠী, নটরাজ, নৃত্য নিকেতন, নৃত্যনন্দন, ঠুমলী সংগীতালয়, উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, চারুতা নৃত্যকলা একাডেমি, দেবাঞ্জলি সংগীতালয়, শহীদ মিলন সংগীত বিদ্যালয়, বিরূপাক্ষ আর্টিস্ট, কায়া আশ্রম, আরোহী সঙ্গীত নিকেতন, উদীচী, চট্টগ্রাম, রেলওয়ে সাংস্কৃতিক মোর্চা, সুরাঙ্গন বিদ্যাপীঠ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, শব্দনোঙর বাচিক সংগঠন, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়, সুর-সাধনা সঙ্গীতালয়, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সুরধ্বনি সাংস্কৃতিক অঙ্গন, অদিতি সংগীত নিকেতন ও অদ্বিতীয়া নৃত্যাঙ্গনের প্রতিনিধিরা।   

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।