চট্টগ্রাম: মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। আমাদের সংস্কৃতি আজ হারিয়ে যাচ্ছে।
রোববার (২৪ মার্চ) বিকেলে নগরীর জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে মহানগর জাসাসের উদ্যোগে পবিত্র মাহে রমজান এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতিতে আজকে মানুষের পেটে খাবার নেই, চারদিকে হাহাকার চলছে। কিন্তু সরকার উন্নয়নের বুলি আউড়িয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় জাসাসের সদস্য এবিএম সোহেল রশিদ ও আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এমআই/পিডি/টিসি