চট্টগ্রাম: লোহাগাড়ায় লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত রিকশাচালক মোহাম্মদ মজিদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জমিদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ মজিদ চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতগড় আসকর আলী সওদাগর পাড়ার মৃত ফকির মোহাম্মদের পুত্র। তিনি দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি যাত্রীবাহী লেগুনার সাথে বিপরীতমুখি ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে মজিদ মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
প্রতিবেশি আবদুল লতিফ জানান, প্রায় ৩ মাস আগে ওমান থেকে দেশে ফিরেন মজিদ। এরপর থেকে বেকার ছিলেন। ১৫ দিন পূর্বে জীবিকার তাগিদে একটি ব্যাটারিচালিত রিকশা কিনে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার ব্যাপারে কেউ অবগত করেনি।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসি/টিসি