চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং এক শিক্ষার্থীকে ১ বছরের শিক্ষাবৃত্তি দিয়েছে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগার।
এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গৃহীত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (২৭ মার্চ) নগরের শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা জঙ্গি শাহ্ লেইনে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চসিক কর্তৃক সদ্য স্বাধীনতা পদকপ্রাপ্ত ও নারী সাংবাদিক কেন্দ্রের বিভাগীয় প্রেসিডেন্ট সাংবাদিক ডেইজি মউদুদ।
এ কে ফজলুল হক চেয়ারম্যানের সন্তান শওকত বাঙালির সভাপতিত্বে ও পাঠাগারের জীবন সদস্য দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ আলমগীর সবুজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক সাংবাদিক আহমেদ কুতুব, সমাজসেবক বিভু দাশ, স্থানীয় শিকড় ক্লাবের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম লিংকন, আ.লীগ নেতা আবু তাহের, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সালাহউদ্দিন, কামরুল ইসলাম, আজাদ, মো. বেলাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মো. গিয়াস উদ্দিন বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পাঠাগার অসাধারণ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের ছোট ছোট আয়োজনের মধ্য দিয়ে বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব।
সাংবাদিক ডেইজী মউদুদ বলেন, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যানের পরিবার বছরব্যাপী যে কর্মসূচি পালন করছে তাতে সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণি যেমন উপকৃত হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
পিডি/টিসি