চট্টগ্রাম: নগরের জিইসি এলাকার হান্ডি রেস্টুরেন্টের রান্নার কাজে ব্যবহৃত ময়লা পানি সড়কে ফেলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, অভিযান পরিচালনাকালে জিইসি এলাকায় হান্ডি রেস্টুরেন্টের রান্নার কাজে ব্যবহৃত ময়লা পানি ও আবর্জনা রাস্তায় ফেলার কারণে জরিমানা করা হয়। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এআর/পিডি/টিসি