ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বিদেশি মদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
সীতাকুণ্ডে বিদেশি মদ জব্দ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭২ বোতল মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. আবদুল্লাহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (০১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. সোলাইমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ আটক করে পুলিশ।

তবে পালিয়ে যায় পিকআপ চালক।

মো. আবদুল্লাহ ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধ্য মাটুয়া গ্রামের বাসিন্দা। পিকআপ চালক মো. জুয়েল ও গ্রেপ্তার আবদুল্লাহকে আসামি করে সীতাকুণ্ড থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন এসআই মো. মফিজুল ইসলাম।  

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেখপাড়া এলাকায় বাদশা মিয়া বিল্ডিংয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা একটি পিকআপকে থামার সংকেত দেয়। পিকআপটি থামিয়ে চালক পালিয়ে যায়। পরে পিকআপ তল্লাশি করে ৫ লাখ ১৬ হাজার টাকা মূল্যের মদ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।