চট্টগ্রাম: নগরের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলেই কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে যায়।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে চকবাজার ও নগরের চাক্তাই খালে চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালে ময়লা-আর্বজনা ফেলার অপরাধে চারজনকে এক হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম ও স্থানীয় কাউন্সিলররা।
বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম বাংলানিউজকে বলেন, নগরের জলাবদ্ধতার নিরসনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন খাল পরিদর্শন ও তদারকি করা হবে। নগরের চাক্তাই খালে ময়লা-আর্বজনা ফেলার অপরাধে আজ চারজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
বিই/টিসি