ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আবুল কাশেমের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
আবুল কাশেমের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক প্রতীকী ছবি।

চট্টগ্রাম: ২৫ নম্বর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবুল কাশেমের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শোকবার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আবুল কাশেম ১৯৭১ সালের  রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

তিনি বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ছিলেন।  

তাঁর মর্মান্তিক মৃত্যুতে আমরা একজন আওয়ামী লীগের সুদক্ষ সংগঠক ও পরীক্ষিত নেতাকে হারালাম।

তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, আবুল কাশেম রণাঙ্গনের একজন বীর সৈনিক। তিনি দেশ ও এলাকার জনসাধারণের জন্য আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিত সৈনিককে হারালাম।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।