ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে ...

চট্টগ্রাম: সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, আর গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে।

শোষণ বঞ্চনা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে পারে।

মঙ্গলবার (২ এপ্রিল) চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

নগরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  

অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিপিজেএ সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী। ইফতার ও দোয়ার মাহফিলের আহবায়ক ছিলেন সিপিজেএ প্রদর্শনী সম্পাদক সরওয়ারুল আলম সোহেল।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজের সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিপিজেএ উপদেষ্টা আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান।  

বক্তারা বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে এক টেবিলে বসার সুযোগ করেছে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এ ধরনের আয়োজনে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা আরও বাড়বে।  

উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জসীম চৌধুরী সবুজ, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, বীর মুক্তিযোদ্ধা ফটোসাংবাদিক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাশ দেবু , সিপিজেএ সহ-সভাপতি সুভাষ কারণ, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামিম, নির্বাহী সদস্য আয়ুব আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সিপিজেএ উপদেষ্টা শিশির বড়ুয়া, রূপম চক্রবর্তী, মোহাম্মদ ফারুক, যুগ্ম সম্পাদক নিপুন কুমার দে,  অর্থ সম্পাদক আলাউদ্দিন হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী , সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, সিপিজেএ  প্রচার ও প্রকাশনা সম্পাদক রনী দে ও নির্বাহী সদস্য অনুপম বড়ুয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, সোহেল রানা, উজ্জ্বল কান্তি ধর, সৌরভ দাশ, এসএম তামান্না, মো. শরিফুল হক চৌধুরী, আমিনুল ইসলাম মুন্না, রবিন চৌধুরী, শ্যামল নন্দী, সুরঞ্জিত শীল, রতন চৌধুরী, জয় দে, মো. রেজাউল করিম ও কাঞ্চন চক্রবর্তী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, সদস্য হেলাল সিকদার, সাইদুল আজাদ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইসমাইল রেজা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।