ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশায় গরু নিয়ে পালানোর সময় ২ চোর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
অটোরিকশায় গরু নিয়ে পালানোর সময় ২ চোর গ্রেপ্তার

চট্টগ্রাম: কর্ণফুলীতে অভিনব কায়দায় সিএনজিচালিত অটোরিকশা দিয়ে গরু চুরি করে পালানোর সময় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মিয়ার হাট থেকে এমরান হোসেন ও মোক্তার হোসেন নামে ওই দুই চোরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা হয় গরুটি।

এ ঘটনায় গরুর মালিক বড়উঠান ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মো. ইউসুফ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

 

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বাংলানিউজকে বলেন, সিএনজি অটোরিকশা থেকে গরুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।