ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক ও ফুটপাতের দোকান উচ্ছেদে চসিকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
সড়ক ও ফুটপাতের দোকান উচ্ছেদে চসিকের অভিযান

চট্টগ্রাম: নগরের চান্দঁগাও থানার বহদ্দারহাট ও ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্স এলাকায় সড়ক ও ফুটপাতের ওপর থেকে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চসিক।  

সোমবার (৮ এপ্রিল) এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেমও অংশ নেন।  

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, উচ্ছেদ অভিযানের মাধ্যমে সর্বসাধারণের চলাচলের পথ উম্মুক্ত করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানকালে চসিকের কর্মকর্তা -কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চান্দঁগাও থানা পুলিশ সহায়তা দেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।