ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাস কাউন্টারে বিআরটিএর তদারকি, বাড়তি ভাড়া ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
চট্টগ্রামে বাস কাউন্টারে বিআরটিএর তদারকি, বাড়তি ভাড়া ফেরত

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নগরের বিভিন্ন স্থানের বাস কাউন্টারে তদারকি অভিযান চালিয়েছে বিআরটিএ।  

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ও রাতে দুই দফা বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

এ সময় বিআরটিএর চট্টমেট্রো-১ সার্কেল, চট্টমেট্রো-২ সার্কেল ও চট্টগ্রাম জেলা সার্কেলের একটি সমন্বিত টিম চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ, দামপাড়া, একে খান ও অলংকার এলাকায় বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন।  

বিআরটিএ’র পরিদর্শনের সময় শাহী ও জোনাকি পরিবহনে চট্টগ্রাম থেকে ফরিদগঞ্জ পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।

পরে এই ২০০ যাত্রীকে বাড়তি ৫০ টাকা ভাড়া ফেরত দেওয়া হয়। এ সময় ঈদে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।