ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হোটেলের গাড়ি পার্কিং সড়কে, জরিমানা ৪০ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
হোটেলের গাড়ি পার্কিং সড়কে, জরিমানা ৪০ হাজার টাকা ...

চট্টগ্রাম: নগরের স্টেশন রোডের হোটেল গোল্ডেন ইন এবং এশিয়ান এসআর হোটেলের গাড়ি সড়কে পার্কিং করার অপরাধে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

অভিযানকালে স্টেশন রোড, নিউ মার্কেট, জুবিলি রোড এবং তিনপোলের মাথা পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা, দোকান উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিম অভিযানে সহায়তা করে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।