ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পোশাক শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টিসেবায় গুরুত্বারোপ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
পোশাক শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টিসেবায় গুরুত্বারোপ ...

চট্টগ্রাম: পোশাক শ্রমিকদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।  

তিনি বলেন, শ্রমিকেরা শিল্পপ্রতিষ্ঠানের প্রধান চালিকা শক্তি ও সরব প্রাণ।

দেশের রপ্তানি বাণিজ্যে তাদের ভূমিকা সর্বাগ্রে। দেশের যতটুকু উন্নয়ন হয়েছে তা শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফসল।
তাই শ্রমিকদের বলা হয়- নতুন বাংলাদেশের গর্বিত অংশীদার।

সোমবার (২৯ এপ্রিল) এনএনএস ও গেইনের উদ্যোগে জাতীয় পুষ্টি সেবা আয়োজিত বিজিএমইএ হাসপাতাল চট্টগ্রামের কর্মীদের প্রশিক্ষণ সভায় তিনি এসব কথা বলেন।  

নগরের খুলশীর বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে রাকিবুল আলম চৌধুরী বলেন, শ্রমিক ভালো থাকলে শিল্পের চাকা ঘুরবে, আর শিল্পের চাকা ঘুরলে দেশের উন্নয়ন হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য পুষ্টি ঘাটতি ও স্বাস্থ্য সচেতনতার অভাবে আমাদের দেশ বছরে হাজার হাজার কোটি টাকার উৎপাদনশীলতা হারাচ্ছে। শুধু অপুষ্টির কারণে রপ্তানিকারক তৈরি পোশাক শিল্পে ২০ শতাংশ উৎপাদন কম হচ্ছে।  

বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব। আমাদেরকে বহির্বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। আজ যারা পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার ওপর প্রশিক্ষণ নিয়েছেন, আমি আশা করবো আপনাদের এ কর্মসূচির আওতায় আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।

উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক এম আহসানুল হক, মোহাম্মদ রাকিব আল নাসের প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।