ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাতের ওপর সাজিয়ে রাখা সাইকেল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
ফুটপাতের ওপর সাজিয়ে রাখা সাইকেল জব্দ ...

চট্টগ্রাম: নগরের সদরঘাট অমর চাঁদ সড়কের উভয় পাশের সাইকেল পার্টসের দোকানের বর্ধিত অংশ ভেঙে ফুটপাতের ওপর অবৈধভাবে রাখা সাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মনীষা মহাজনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানের পর ওই ফুটপাত মানুষ চলাচলের জন্য  উন্মুক্ত করে দেওয়া হয়।  

অভিযান চলে ফলমণ্ডি স্টেশন রোড, নিউ মার্কেট, জুবিলি রোড এবং আমতল পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা এবং দোকানেও।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।