ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেটের কাছে ধরা ভুয়া পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ৩, ২০২৪
ম্যাজিস্ট্রেটের কাছে ধরা ভুয়া পরীক্ষার্থী ...

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।  

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এমইএস কলেজ কেন্দ্র থেকে আব্দুর রউফ মিয়াকে আটক করা হয়।

পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন সময় মো. আব্দুর রউফ মিয়া নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ০৩, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।