ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংগীতজ্ঞ মিহির নন্দীর স্মরণানুষ্ঠান সোমবার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মে ৫, ২০২৪
সংগীতজ্ঞ মিহির নন্দীর স্মরণানুষ্ঠান সোমবার  ...

চট্টগ্রাম: সংগীতজ্ঞ ওস্তাদ মিহির কুমার নন্দীর সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজন করেছে 'তোমার পরশ আসে...' শিরোনামে  স্মরণানুষ্ঠান।  

সোমবার (৬ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরু হবে।

এতে গানে গানে তাঁকে স্মরণ করবেন মিহির কুমার নন্দীর হাতে গড়া শিক্ষার্থীরা। কথামালায় অংশ নেবেন অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক একিউএম সিরাজুল ইসলাম, সংগঠক অনুপ সাহা, নাট্যজন দুলাল দাশগুপ্ত, চবি নাট্যকলা বিভাগের অধ্যাপক কুন্তল বড়ুয়া এবং অধ্যাপক অসীম দাশ।
 

উল্লেখ্য, মিহির নন্দী দেশের অন্যতম সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীতগুরু। ছিলেন অনেক গুলো প্রতিষ্ঠান আলাউদ্দিন ললিত কলা কেন্দ্র, অগ্রনী সংঘ সংঙ্গীত শিক্ষা কেন্দ্র, আনন্দধনীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ