চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার ১০০ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় নাহিদা বেগম (৫০) নামে এক নারীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন কুয়াইশ সড়ক থেকে নাহিদা বেগমকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বাংলানিউজকে বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ১০০ লিটার চোলাই মদের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নাহিদা বেগমকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নাহিদা বেগম জামিনে গিয়ে পলাতক রয়েছে তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ৬, ২০২৪
এমআই/পিডি/টিসি