ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডোপ টেস্টে উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে চবিতে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ৬, ২০২৪
ডোপ টেস্টে উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মাদক নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কতৃপক্ষ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্টেও হতে হবে উত্তীর্ণ।

অন্যথায় ভর্তি পরীক্ষায় পাস করেও হারাতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ।  

সোমবার (৬ মে) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, রোববার (৫ মে) চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ডোপ টেস্টের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের চবিতে চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, প্রথমে আমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ডোপ টেস্টের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে কাজ শুরু করছি। তারপর পর্যায়ক্রমে আমরা অন্যান্য শিক্ষার্থীদেরও ধীরে ধীরে এ ব্যবস্থার আওতায় আনব। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতালের সঙ্গে কথা বলেছি। ডোপ টেস্টের খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। কোন প্রক্রিয়ায় ডোপ টেস্ট করতে হবে, সেটা জানিয়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ৬, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।