চট্টগ্রাম: মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৭০ভোট।
চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে উত্তম কুমার শর্মা (দোয়াত কলম) ৩ হাজার ৩৪৬ ভোট, ফেরদৌস হোসেন আরিফ (আনারস) ৩ হাজার ৪৩৪ ভোট, মোহম্মদ মোস্তফা (মোটর সাইকেল) ৬৬৫ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী সাইফুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৩৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া প্রতীকের মোহাম্মদ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট। এছাড়া সাইফুল আলম (তালা) পেয়েছেন এক হাজার ৭৫১ ভোট, সালাহ উদ্দিন আহম্মদ (টিউবয়েল) পেয়েছেন ৩ হাজার ৭৩৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ২৩৫ ভোট পেয়ে ফুটবল প্রতীকের উম্মে কুলসুম কলি বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমত আরা কলস প্রতীকে ২০ হাজার ৫৭৭ ভোট। এছাড়া পদ্মফুল প্রতীকে ৭ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন বিবি কুলছুমা চম্পা।
বুধবার (৮ মে) ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ উপজেলায় মোট ভোটার তিন লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ৭২০ জন ও মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল ১১৩টি।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ৮, ২০২৪
পিডি/টিসি