চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব জেলায় বেড়েছে পাসের হার।
কক্সবাজার জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ, যা গতবছর ছিল ৭৭ দশমিক ২৫ শতাংশ।
রাঙ্গামাটি জেলায় পাসের হার ৭২ দশমিক ৭২ শতাংশ, যা গতবছর ছিল ৬৭ দশমিক ৯২ শতাংশ।
খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭২ দশমিক ২৫ শতাংশ, যা গতবছর ছিল ৬৮ দশমিক ৩৭ শতাংশ। এবছর পাসের পার বেড়েছে ৩ দশমিক ৮৮ শতাংশ।
বান্দরবান জেলায় পাসের হার ৭২ শতাংশ ৭০ শতাংশ, যা গতছর ছিল ৭০ দশমিক ৩০ শতাংশ। এবছর পাসের পার বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ।
এছাড়াও চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৭ দশমিক ০৬ শতাংশ। যা গতবছর ছিল ৮৫ দশমিক ৪৩ শতাংশ। মহানগরে পাসের হার বেড়েছে ১ দশমিক ৬৩ শতাংশ।
চট্টগ্রাম জেলার পাসের হার বেড়েছে ৪ দশমিক ২৭ শতাংশ।
রোববার (১২ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
বিই/টিসি