ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরীক্ষার ফল দেখে যেতে পারলো না আরমান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
পরীক্ষার ফল দেখে যেতে পারলো না আরমান ...

চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় নিহত মো. আরমান (১৭) বোয়ালখালীর পশ্চিম শাকপুরা তাজেদিয়া আমেনিয়া দাখিল মাদ্রাসা দাখিল পাস করেছে। রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সে জিপিএ ২.৫০ পেয়েছে।

 

আরমান বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী ৭ নম্বর ওয়ার্ড হাবিবউল্লাহ কমপ্লেক্স মহল্লা জমিদারের বাড়ির মো. ফোরকান বাদশার ছেলে। ঈদের দ্বিতীয় দিন ১২ এপ্রিল ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পটিয়ার মনসার টেক এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।

এসময় তার চাচাতো ভাই মো. হৃদয়ও মৃত্যুবরণ করে।

তার পরীক্ষার ফলাফল শুনে কাঁদছেন মা নাহিদা আকতার কলি। তিনি বলেন, দাখিল পাস করে ছেলেটা সৌদি আরব চলে যাওয়ার কথা ছিল। বিদেশে গিয়ে পরিবারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু তা আর হলো না। পরীক্ষার ফল দেখে যেতে পারলো না।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মে ১৩, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।