ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উপজেলা নির্বাচন: চট্টগ্রামের ৩ উপজেলায় বিচারিক দায়িত্বে ৩ ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
উপজেলা নির্বাচন: চট্টগ্রামের ৩ উপজেলায় বিচারিক দায়িত্বে ৩ ম্যাজিস্ট্রেট ...

চট্টগ্রাম: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সারাদেশের ১৫৭টি উপজেলার মতো চট্টগ্রামে ৩ উপজেলায় ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন তারা।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৬৩ জেলার ১৫৭ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন উপলক্ষে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত মোট ৫ দিনের জন্য ১৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো।

 

নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, হাটহাজারী উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন, ফটিকছড়ি উপজেলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
 
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা- এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।