চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার জাল ট্যাক্স স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির ৪টি মেশিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।
বুধবার (১৬ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বাংলানিউজকে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের পাক্কার দোকানের উত্তর পাশে আব্দুল সবুরের বাড়ির ভাড়াটিয়া আরিফের বাসার ভিতর থেকে ৮ লাখ পিস সিগারেটের গায়ে লাগানো জাল ট্যাক্স স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমআই/পিডি/টিসি