ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ঘুরতে এসে ঝরনায় নিখোঁজ স্কুলছাত্র

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
চবিতে ঘুরতে এসে ঝরনায় নিখোঁজ স্কুলছাত্র ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনায় ঘুরতে এসে জুনায়েদ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ঝর্ণায় ডুবে যাওয়ার শঙ্কায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে জুনায়েদ নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।  

নিখোঁজ জুনায়েদ নগরের মহসিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন একসঙ্গে ঘুরতে আসা নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রিমন।

জানা গেছে, নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে বারোটার দিকে তারা ঝরনায় গোসল করতে নামেন। এক পর্যায়ে ১২টা  দিকে তারা বুঝতে পারেন যে জুনায়েদকে আশেপাশে দেখা যাচ্ছে না। এরপর ঝরনা ও আশেপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ খুঁজেও না পেয়ে তারা শহরে ফিরে যান।

এরপর বিকেলে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজ শুরু করেন। রাত ৯টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত তল্লাশি চলমান রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের সহায়তায় তল্লাশি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।