ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শনে সিনিয়র সচিব হুমায়ুন কবীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ১৭, ২০২৪
চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শনে সিনিয়র সচিব হুমায়ুন কবীর

চট্টগ্রাম: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেছেন।  

শুক্রবার (১৭ মে) বিকেলে পরিদর্শন সিনিয়র সচিব বেতারের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বেতার অনুষ্ঠানের মানোন্নয়নে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

সেইসঙ্গে ভবিষ্যতে এফএম-এর মাধ্যমে বেতার অনুষ্ঠান ব্যাপকভাবে প্রচারের বিষয়ে আলোকপাত করেন।

পরে তিনি কেন্দ্রের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, উপসচিব মোহাম্মদ গোলাম আজম এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।