চট্টগ্রাম: ব্রিটেনে তৈরি পুরোনো গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা। স্থানীয় লোকজন তা দেখে আতঙ্কিত হয়ে ফোন দেন ৯৯৯ নম্বরে।
রোববার (১৯ মে) সীতাকুণ্ডের সকালে সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার তমিজউদ্দিন সেরাং বাড়ির উঠান থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। বিকেল ৪টা ৪০ মিনিটে গ্রেনেডটি নিস্ক্রিয় করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমি দ্রুত পুলিশ পাঠাই ঘটনাস্থলে। পুলিশ জানায় একটি গ্রেনেড, তবে অনেক পুরোনো। তাতে লেখা ছিল এটি ব্রিটেনে তৈরি। যেহেতু গ্রেনেড তাই আমরা লিখিতভাবে বোম ডিসপোজাল ইউনিটকে জানাই। তারা এসে বিকেলে গ্রেনেডটি নিস্ক্রিয় করে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রেনেডটি অনেক পুরোনো ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের। মূলত পুকুর খননের মাটির সঙ্গে ওই গ্রেনেড উঠে আসে। পরে শিশুরা তা দিয়ে খেলছিল।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এআর/পিডি/টিসি