ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওয়াসার কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুন ৪, ২০২৪
ওয়াসার কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় শরবত তৈরি, অনুমোদনহীন ক্যামিকেলের ব্যবহারের দায়ে ওয়াসা এলাকার কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়েছে।

বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

তা ছাড়া সতর্ক করা হয় চকবাজারের কাচ্চি ডাউন, চিটাগং বেকারি ও চান্দগাঁওয়ের শাহ আমানত ফুড প্রোডাক্টসকে।

 

সিলগালা করা হয় চান্দগাঁওয়ের সমশের পুরের ইউম্যাক্স বেকারি ও সায়েম বেকারিকে।

সিএমপির সহযোগিতায় অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।