ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খালে পড়ে দুই শিশু নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ১১, ২০২৪
খালে পড়ে দুই শিশু নিখোঁজ ...

চট্টগ্রাম: নগরের ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

ওই দুই শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

স্থানীয়রা জানান, দুই শিশু গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে যায়। পরে সেও পানির স্রোতে ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বয়োবৃদ্ধ লোক চেষ্টা করেও ব্যর্থ হন।

লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বাংলানিউজকে বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১১, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।