ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে কক্সবাজার যাবেন স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
ট্রেনে কক্সবাজার যাবেন স্পিকার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

চট্টগ্রাম: ট্রেনে চড়ে কক্সবাজারে যাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী ১৯ জুলাই সকাল ৭টায় চট্টগ্রাম থেকেই ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’ -এ সুপার সেলুন কোচে করে তিনি কক্সবাজার যাবেন।

 

রেলমন্ত্রীর পর সরকারের এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই রুটে ট্রেনে ভ্রমণ করবেন।  

স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এমএ কামাল বিল্লাহ জানান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৯ জুলাই নিজেই কক্সবাজারে ট্রেনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার জেলা সফর করবেন তিনি। ১৮ জুলাই চট্টগ্রাম সফর করবেন। ১৯ জুলাই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বিশেষ সেলুন কোচে করে।

চট্টগ্রাম রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, মাননীয় স্পিকার মহোদয় কক্সবাজার স্পেশাল করে যাওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য বিশেষ সেলুন কোচ সংযোজন করা হবে। সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এ ট্রেনটি ছেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।