ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এতিমখানায় শিশু নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এতিমখানায় শিশু নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ওই শিক্ষকের নাম মো. আব্দুল্লাহ (২২)।

তিনি বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ওমর আলী পাড়ার মো. আব্দুর রহমানের পুত্র এবং ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার শিক্ষক ও হাফেজ হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় শিশুর পিতা আসামির বিরুদ্ধে শনিবার (৬ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর ২৪ ঘন্টার অভিযুক্তকে থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, শিশুটির পিতার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মামলা দায়েরের পর শিশুকে বলাৎকারে অভিযুক্ত মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।