ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খামারের কর্মচারীদের বেঁধে পেটালো ডাকাতদল, টাকা ও গরু লুট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
খামারের কর্মচারীদের বেঁধে পেটালো ডাকাতদল, টাকা ও গরু লুট ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে গরুর খামারের চার কর্মচারীর হাত-পা ও চোখ বেঁধে পিটিয়ে নগদ টাকাসহ গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।

বুধবার (২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী আবুল বশরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

 

খামারের মালিক আবু নাঈম মো.মুছা বাংলানিউজকে বলেন, ভোর ৩টার দিকে সীমানা প্রাচীর টপকে ডাকাতদলের কয়েকজন সদস্য বাড়ির ভিতর প্রবেশ করে। পরে ফটকের তালা ভেঙে মাইক্রোবাস নিয়ে বাড়ির আঙিনায় চলে আসে।

তারা বাড়ির চার কর্মচারী মো. রিপন, আজম, সোহেল ও নাছিরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে মেঝেতে ফেলে রাখে এবং বেধড়ক মারধর করে।

এসময় ডাকাতদল কর্মচারীদের বেতনসহ রাইস মিলের আয়ের নগদ ৬৫ হাজার টাকা এবং খামারের প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১টি গাভী ও ১ ষাঁড় নিয়ে গেছে বলে অভিযোগ করেন মালিক আবু নাঈম। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য শিমুল শীল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি দুর্ধর্ষ ডাকাতি। ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ডাকাতি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে,  ডাকাতদল সংখ্যায় বেশ কয়েকজন ছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, দুই-তিনজন লোক টাকা নিয়ে গেছে বলে শুনেছি। এ ব্যাপারে অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। যদি অভিযোগ পাই, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।