ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ঝরনার কূপে মিললো ২ পর্যটকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
মীরসরাইয়ে ঝরনার কূপে মিললো ২ পর্যটকের মরদেহ ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে রূপসী ঝরনার গভীর কূপ থেকে দুই পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনা দেখতে যান বেশ কয়েকজন পর্যটক।

এ সময় দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
 

নিহত মুশফিকুর রহমান আদনান (২১) মাদারীপুর জেলার আতিকুর রহমানের ছেলে এবং মাহবুব রহমান মোস্তাকিন (২১) লক্ষ্মীপুর জেলার মুরাদ হোসেনের ছেলে। মুশফিক রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে এবং মাহবুব নারায়ণগঞ্জ সরকারি কলেজে স্নাতক ১ম বর্ষে পড়তেন। দু’জনই থাকতেন নারায়ণগঞ্জ এলাকায়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।  

এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।