ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আবরার ফাহাদের স্মরণে চবিতে ছাত্রদলের মৌন মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
আবরার ফাহাদের স্মরণে চবিতে ছাত্রদলের মৌন মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে মৌন মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একটি মৌন মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় ছাত্রদলের এই কর্মসূচি।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন। এতে বক্তব্য রাখেন চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

চবি ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, শহীদ আবরার ফাহাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের জুলাই বিপ্লব। আমাদের জুলাই বিল্পবকে ধরে রাখতে হবে। ছাত্রদলের প্রতিটি ভাইয়ের আচরণ হতে হবে একজন সাধারণ শিক্ষার্থীর মত। নম্র ভদ্র সবার কাছে অনুকরণীয়।  

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ক্যাম্পাসে সব দলের মতের সহাবস্থান নিশ্চিত করতে হবে। একক কোনো দলের আধিপত্য মেনে নেওয়া হবে না। চবি প্রশাসন অতীতের মত দলকানা ভূমিকা রাখলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

এসময় আরও বক্তব্য রাখেন, চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।