ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঠিকানা বাংলাদেশ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঠিকানা বাংলাদেশ’

চট্টগ্রাম: জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঠিকানা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সংগঠন মানবতার সেবায় নিয়োজিত।

বিগত সময়ে সনাতনী সম্প্রদায়ের মানুষকে পুঁজি করে আওয়ামী লীগ সরকার লাভবান হয়েছে। আওয়ামী লীগ অতীতে যেভাবে পুজামণ্ডপ ভাঙচুর, অগ্নিসংযোগ করে অন্যের ঘাড়ে চেপে দিয়েছে সেই সুযোগ আর দেওয়া হবে না৷ উৎসবমুখর পরিবেশে সনাতনীদের দুর্গাপূজা পালিত হবে।
 

মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে জামায়াতে ইসলামীর সঙ্গে পটিয়া উপজেলা ও পৌরসভা পুজা পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।  

পটিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার নাছের আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন চট্টগ্রাম জেলার সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাফফর আহমদ, পৌরসভা আমির শিক্ষাবিদ সেলিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর ব্যাংকার ফোরামের সেক্রেটারি আকতার হোসেন, পৌরসভা সেক্রেটারি জসিম উদ্দীন, পটিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক মেম্বার নিখিল দে, পটিয়া পৌরসভা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিকাশ দাশ বিশু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব তাপস দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পটিয়ার সিনিয়র সহ সভাপতি দিলীপ ঘোষ দীপু, মেম্বার উত্তম দে, রিপন দে, প্রতিমা দে, রিক্তা দাশ, অরুন বিকাশ চৌধুরী, শ্যামল দাশগুপ্ত, রতন দে, ধ্রুব কুমার মিত্র, অ্যাডভোকেট রাজু দাশ, স্নেহাশিস দে নিউটন, বিশ্বজিত শীল, পায়েল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।