ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের জেটিতে ৭টি কনটেইনারবাহী গাড়িকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
বন্দরের জেটিতে ৭টি কনটেইনারবাহী গাড়িকে জরিমানা ...

চট্টগ্রাম: রাষ্ট্রের কেপিআই (কি পয়েন্ট ইনস্টেলেশন) চট্টগ্রাম বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনালের ভেতরেই নিবন্ধন ছাড়া কনটেইনারবাহী ভারী গাড়ি বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযানের দ্বিতীয় দিনে ৭টি গাড়িকে জরিমানা করা হয়েছে।   

বুধবার (৯ অক্টোবর) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ অভিযানে নেতৃত্ব দেন।

 

অভিযানে এঅ্যান্ডজে ট্রেডার্সের ৭টি ট্রেইলারের ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদোত্তীর্ণ থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১টি ট্রেইলারের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।

এ অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা ।

সড়ক নিরাপত্তা সংক্রান্ত এ বিশেষ অভিযানে সার্বিক সহযোগিতা করে বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর।

আগের দিন মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসানের নেতৃত্ব অভিযানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে নিবন্ধনবিহীন অন্তত ৬০টি বিভিন্ন ধরনের যানবাহন দেখা যায়। সতর্কতামূলকভাবে সাইফ পাওয়ারটেকের ১০টি কনটেইনার বহনকারী ট্রেইলারকে (লং ভেহিক্যাল) রেজিস্ট্রেশন না থাকায় ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।  

এ সময় তিনি সাইফ পাওয়ারটেকের সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে সব গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনার নির্দেশনা দেন।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।