ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আধিপত্য বিস্তারের জেরে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
আধিপত্য বিস্তারের জেরে যুবক খুন

চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর বায়েজিদে সবুজ ও ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ইমন (২৮) নামে এক যুবক খুন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

 

শুক্রবার (১১ অক্টোবর) দিকাগত রাত সাড়ে ১২ টার বায়েজিদ এলাকার শান্তিনগর কলোনিতে সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহত মো. ইমন একই থানার আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে আধিপত্য বিস্তারের জেরে মো. ইমন নামে এক যুবক খুন হয়েছে। প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার্মা কলোনির সবুজ ও আওয়ামী লীগের ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে মো. ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মরদেহ দাফন করে মামলা করার জন্য পরিবারের সদস্যরা থানায় আসবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।