ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সুবর্ণ সুযোগ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সুবর্ণ সুযোগ’ ...

চট্টগ্রাম: দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সুবর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবুল হোসেন।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে নগরের দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দুদক পরিচালক বলেন, আগে মানুষের বাকস্বাধীনতা ছিলো না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কঠিন ছিলো।

ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন একটি বাংলাদেশে পেয়েছি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্ট নীতি ঘোষণা করেছে। দুর্নীতি দমন কমিশনকে সংষ্কারের উদ্যোগ নিয়েছেন। তাই এখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মোক্ষম সময়।  

তিনি বলেন, বর্তমানে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেঁয়ে গেছে। একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানুষের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে প্রতিরোধ কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

দুর্নীতি প্রতিরোধ কমিটি পটিয়া উপজেলার সভাপতি ছৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ পরিচালক আতিকুল আলম।  

দুপ্রক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদকের  উপসহকারী পরিচালক জসিম উদ্দীন, দুপ্রক সহ-সভাপতি আবুল খায়ের, সদস্য লায়ন শংকর সেনগুপ্ত, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, রোকেয়া বেগম ও শফিউল আজম।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।