ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্র জনতার আন্দোলনে স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে এসেছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
ছাত্র জনতার আন্দোলনে স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে এসেছে

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, জনগণের ভোটাধিকার হত্যার মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল অবৈধ হাসিনা সরকার। তারা মনে করেছিল একদলীয় সরকার ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতা চিরস্থায়ী করবে কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার অবৈধ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এখন দেশবাসীর একটায় দাবি আওয়ামী লীগ নামের সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবনে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন শ্রেণির জনগণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা করেন।

 

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কাদেরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কাজী সালাহ উদ্দিন, গাজী সুজা উদ্দিন, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, মো. মোরসালিন, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার, এস এম লোকমান হাকিম, শামসুদৌহা, অ্যাডভোকেট রওশন আরা, নাজমুন নাহার নেলী, আনোয়ারুল আজম মুকুল, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সালামত উল্লাহ, কাজী এনামুল বারী, রবিউল হক, আবু জাফর, কাজী মো. ইসহাক, আকবর হোসেন, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, মহিউদ্দিন, ইদ্রিছ মিয়া মনির, খোরশেদ আলম মেম্বার, কামাল উদ্দিন চৌং, জাহেদুল হাসান, সরোয়ার কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়:২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।