ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মশার লার্ভা পাওয়ায় জরিমানা ৩০ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
মশার লার্ভা পাওয়ায় জরিমানা ৩০ হাজার টাকা ...

চট্টগ্রাম: ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি বাড়ির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২০ অক্টোবর) খুলশী ও কল্পলোক আবাসিক এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা ও সতর্ক করা হয়।

 

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন খুলশী থানাধীন নাসিরাবাদ প্রপার্টিজ আবাসিক এলাকার বিভিন্ন বাড়ির আঙিনা ও ছাদবাগান পরিদর্শন করেন। এ সময় একটি নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভার উৎস পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান পরিচালিত অভিযানে কল্পলোক আবাসিক এলাকায় বিভিন্ন বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ জনের বিরুদ্ধে মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা।  

তিনি জানান, পৃথক অভিযানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেন। এ ছাড়া দোকানের সামনের অংশ বর্ধিত করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫ জনের বিরুদ্ধে মামলাসহ ২৫ হাজার টাকা জরিমানা করেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।